বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদক:— ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে বুধবার সাভারের আশুলিয়া দত্তপাড়া এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮ম সমাবর্তন অনুষ্ঠান হয়।
উক্ত সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে।২৮ বছর পরে ডাকসু নির্বাচন হওয়ায় সরকারও খুশি হয়েছে। জয়-পরাজয় ভুলে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা সৌহার্দের অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি গণতন্ত্রের মূল্যবোধের চর্চা তারা করবেন বলে আমি আশাবাদী। একটি হলে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।
এ সমাবর্তনে ৫ হাজার ৬৩১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে শতাধিক বিদেশি শিক্ষার্থী রয়েছে।এছাড়াও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষামন্ত্রী ১৭ জন শিক্ষার্থীদের হাতে স্বর্ণ পদক তুলে দেন। এর মধ্যে চ্যান্সেলর স্বর্ণ পদক ছয়জন, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ পদক চারজন এবং সাতজনকে ভাইস-চ্যান্সেলর স্বর্ণ পদক দেওয়া হয়।
এ সমাবর্তনে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, থাইল্যান্ডের সিয়াম ইউনিভর্সিটির প্রেসিডেন্ট ড. পর্নচাই মঙ্গখোনভানিত, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড.সবুর খাঁন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইউসুফ মাহবুবুল ইসলাম প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply