রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
নরসিংদী (শিবপুর) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ— জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২০ উদ্যাপন উপলক্ষে জাতীয় শিক্ষা পদক ২০১৯ বিতরণের লক্ষ্যে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ২০১৯ এর জাতীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হবে।
আরও পড়ুনঃ সচেতনতার বাণী নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছুঁটছেন ঠাকুরগাঁও- ‘সদর থানার ওসি’
এতে শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর কৃতি শিক্ষার্থী ইফাত রাখিল রাতিন দেশাত্মবোধক গানের প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া দেশাত্মবোধক গানে উপজেলা, জেলা ও ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
আরও পড়ুনঃ গাজীপুরে মা ও স্বামীর বিরুদ্ধে শ্বাসরোধে হত্যার অভিযোগ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০১৯ অনুষ্ঠিত এর বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২০ উদযাপন অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুনঃ বাঁশখালী আন্তর্জাতিক কুম্ভমেলার ধর্ম সম্মেলনে পূণ্যার্থীর ঢল
প্রধান শিক্ষক একেএম মাসুদুর রহমান খান বলেন, উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গত ২৬ জানুয়ারি শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি চিঠি পেয়েছি। গত ২১ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিজয়ীদের এবং তাদের অভিভাবকদের নামের তালিকা প্রেরণের জন্য চিঠি দেয়া হয়েছে। শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল ও পল্লী বিদ্যুতের কর্মকর্তা সুরাইয়া জেসমিনের সর্বকনিষ্ঠ মেয়ে ইফাত রাখিল রাতিন ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply