বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
টাঙ্গাইল (মধুপুর) থেকে মোঃ আঃ হামিদঃ— টাংগাইলের মধুপুর উপজেলার চাপড়ি এলাকায় প্রতারক চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকার লোকজন।
জানা যায় ৬(ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে মধুপুর বাসস্টান্ড হতে এক মহিলা ইজিবাইক যোগে চাপড়ি বাজারে যাওয়ার পথে প্রতারক চক্রের সদস্যরা ইজিবাইক এ নকল স্বর্নের বার ফেলে রেখে প্রতারক চক্রের এক সদস্য বুল মিয়া স্বর্নের বারটি উঠিয়ে বৃদ্ধ মহিলাকে বলে আমি এটা এখানে পরে পেয়েছি এটা কি তখন ঐ মহিলা বলে এটা স্বর্নের বিস্কুট, তখন ওই প্ররতারক বলে আমি এটা দিয়ে কি করবো অনেক উজন মনে হচ্ছে, আপনি এটা নিয়ে আপনার পছন্দ মতো কিছু বানিয়ে নিতে পারবেন,আপনার গলার চেইন কানের দূল দিয়ে দেন, আর আপনি স্বর্নের বিস্কুট টা নিয়ে যান এক পর্যায়ে মহিলা ঘটনাটি বুঝতে পেরে সে তার গহনা দিতে রাজী না হওয়ায় ওই মহিলার শরির থেক স্বর্নের গহনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মহিলা চিৎকার করলে, আশ পাশের লোকজন এসে প্রতারক চক্রের সদস্য বুলু মিয়া(৩৫) কে আটক করে।
আটককৃত বুলু শেরপুর জেলার বাজিত খালী গ্রামের দুলাল মিয়ার ছেলে। বুলুর সাথে থাকা দুই জন পালিয়ে যায়। সংবাদ পেয়ে মধুপুর থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মধুপুর থানা ইনচার্জ তারিক কামাল জানান তার বিরুদ্ধে মামলা হচ্ছে, এবং বাকীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply