মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— মনন সাহিত্য সংগঠনের ৮২ তম পাক্ষিক অধিবেশন সম্পন্ন হয়েছে শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) বিকেল ০৩:৩০ টায়। বগুড়ার ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের হল রুমে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মোখলেছুর রহমান আরজু।
কাজিপুরের আমিনা মনসুর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রাজিবুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক স্টাফ জনাব এস এম সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেড এর অবসর প্রাপ্ত স্টাফ জনাব মোঃ হাফেজ আলী ও জনাব মোঃ তোফাজ্জল হোসেন, ধুনট পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক তপন দেব। সভাপতির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।অধিবেশনে স্বরচিত কবিতা পাঠ করেন, এস এম সোলায়মান, হাফেজ আলী, এম আর টি আরজু, আলহাজ্ব নার্গিস সুলতানা, জামিল নবাব, সাদিক মুহম্মদ রাকিন, এইচ এম আসিফ সরকার ও এম আর জামান।
স্বরচিত পাঠ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ গঠনমূলক বক্তব্য রাখেন এবং মনন সাহিত্য সংগঠনের গৌরাবোজ্বল সাফল্য কামনা করেন। সবশেষে সভাপতির সমালোচনা ও সৃজনশীল বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply