মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
নীলফামারী (জলঢাকা) থেকে হারুন অর রশিদঃ— নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জলঢাকা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে । কমিটিতে জলঢাকা অনিন্দ্য ফার্মেসীর স্বত্বাধিকারী মাহবুবার রহমান (মনি) কে সভাপতি ও জলঢাকা অবনী ফার্মেসীর স্বত্বাধিকারী হাবিবুর রহমান (হালু) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য কমিটি গঠন করে। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জলঢাকা শামস্ বাংলা পোল্ট্রি ফার্ম মাঠে জমকালো এক অনুষ্ঠানের মধ্যেদিয়ে এ কমিটি গঠন করা হয়।
আরও পড়ুনঃ জলঢাকায় নছিমন এবং অটোর সংঘর্ষে আহত ৫
অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নীলফামারী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জলঢাকা উপজেলা নবাগত কমিটির সভাপতি ও অনিন্দ্য ফার্মেসীর স্বত্বাধিকারী মাহবুবর রহমান (মনি)।
আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, জলঢাকা বনিক সমিতির সভাপতি ইলিয়াস হোসেন (বাবলু), জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুনঃ সরিষা প্রদর্শনী কর্তন উপলক্ষে গোবিন্দগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
এসময় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পক্ষে ডাঃ মাহফুজুল হক সেনিন, ঔষধ প্রশাসন জেলা সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জেলা সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম, জেলা সহ সভাপতি তোবারক আলী,
জেলা সহ সভাপতি ও এমআরপি আহবায়ক সফিউল আলম, জেলা সদস্য ও কিশোরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রেজাউল হক করিম, জেলা সদস্য ও ডোমার উপজেলা কমিটির সভাপতি হামিদুর রহমান, জেলা সদস্য ও সৈয়দপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোস্তফা, জেলা সদস্য ও ডিমলা থানার সভাপতি আলী আহম্মেদ মর্তুজা লেলিন। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন জলঢাকা সাগর মেডিকেল স্টোর এর স্বত্বাধিকারী খালেকুজ্জামান দুদুল, মীরগঞ্জ বাজারের এনামুল হক খন্দকার, টেংগণমারী বাজারের মোশাররফ হোসেন ও সিরাজুল ইসলাম।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply