মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— তথ্যই শক্তি, জানবো জানাবো দুর্নীতি রুখবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এক দশক পেরিয়ে তথ্য অধিকার আইন বান্তবায়নের লক্ষে জামালপুরে তথ্য মেলা-২০২০ উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুনঃ রংপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ধ্রুবতারা এসডিজি সম্পাদক অলি আহমেদ’র আলাপন
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পৌর ভূমি অফিস প্রঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় জামালপুর সচেতন নাগরিক কমিটি সনাক তথ্য মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। জেলা প্রশাসক এনামুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএমপিপিএম বার, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তাসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ।
আরও পড়ুনঃ বেনাপোলে পুলিশের অভিযান ফেন্সিডিলসহ গ্রেফতার-১
এর আগে প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপিসহ অতিথিবৃন্দ তথ্য মেলা-২০২০ ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তথ্য মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্টল পরিদর্শন করে সকল প্রতিষ্ঠানের সাথে কথা বলেন। এবারের মেলায় ৩৩টি স্টল অংশ নিয়েছে। মেলার প্রথম প্রর্যায়ে আলোচলা সভা অনুষ্ঠিত হয়। মেলার দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply