শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
রাবি থেকে উজ্জ্বল হোসেনঃ— রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহাকে উৎসর্গ করে সপ্তাহব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসন ভবনের সামনে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
নবজাগরন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ গ্রন্থমেলা চলবে এ মাসের ২৪ তারিখ পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসান আজিজুল হক বলেন, মনুষ্যত্ব বিকাশে পড়াশুনার পাশাপাশি ছাত্রজীবনে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থাকা আবশ্যক। একটি রথ যেমন ১০টি ঘোড়া ছাড়া চলতে পারে না, তেমনি ছাত্রজীবনে সবরকম গুনাবলী না থাকলে মনুষ্যত্ব অর্জন হয় না। আমি মনে করি যে মানুষের শিক্ষা মৃত্যুকাল পর্যন্ত, মানুষের শিক্ষার শেষ নাই। বইয়ে যে শব্দগুলোর সমন্বয়ে একটি প্রবন্ধ রচিত হয়, সে শব্দগুলো তৈরি হয় কয়েকটি বর্ণ বা অক্ষর দ্বারা। আর অক্ষরের কখনো মৃত্যু হয় না। মানুষ মারা যায় তবে তার হাতে লিপিবদ্ধ অক্ষরগুলো চিরকাল রয়ে যায়।’
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুলতান মাহমুদ প্রমুখ।
বইমেলা সম্পর্কে নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি খালিদ হাসান বলেন, বই মানুষের জ্ঞানের উৎস আর সেরা বন্ধু, তাই মানুষের জীবনে এর বিকল্প নাই। আর মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির অহংকার, এটা গৌরবের মাস আবার শোকেরও। রাবির শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহাও শহীদ হয়েছিলেন এ মাসের ১৮ তারিখ। তাই সকল ভাষা শহীদ ও জোহা স্যারের মহান আত্মত্যাগের প্রতি উৎসর্গ করে আমাদের এই বইমেলার আয়োজন।
তিনি আরো বলেন, আমাদের নবজাগরণ শিক্ষানিকেতনের মূল ব্যয়ের সিংহভাগ আসে এই বইমেলা থেকে। এই বইমেলা থেকে উপার্জিত অর্থ নবজাগরণ শিক্ষা নিকেতনের কাজে ব্যয় করা হবে। নবজাগরণ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মেলা চলবে বেলা ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply