বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি শাহজাহান খান এমপি’র বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সড়ক পরিবহন বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ।
আরও পড়ুনঃ পটুয়াখালীতে মহিলা সংস্থার নতুন চেয়ারম্যানের প্রতি অনাস্থা
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শহরের বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করা হয়। জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার মনিরুল আলম স্বপ্নের সভাপতিত্বে বাস শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক ফোরকানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রনি, প্রচার সম্পাদক ওলিউর রহমান, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আনোয়ার হোসেন মৃধা, ট্রাক শ্রমিকের সহ-সভাপতি আলাউদ্দিন আকন প্রমুখ।
আরও পড়ুনঃ পটুয়াখালীতে ২৫০ নারীকে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান
বক্তারা বলেন, সারা বছর আমরা পরিবহ শ্রমিকরা অবহেলিত। দ্রুত সময়ের মধ্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি শাহজাহান খান এমপি’র বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকরা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply