বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
রাজশাহী (পুঠিয়া) থেকে মোঃ আরিফুল রুবেলঃ— শীতের মৌসুম শেষে চলছে ফাগুন মাস, এরই মধ্যে পুঠিয়া উপজেলা এলাকায় আম গাছে আসতে শুরু করেছে আমের মুকুল, পর্যায়ক্রমে মুকুল আসছে প্রায় সব গাছেই। এখন মুকুলের পরিমাণ কম হলেও এর সৌরভ ছড়িয়ে পড়ছে আশেপাশের আকাশে বাতাসে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালকে দালাল ও অনিয়মমুক্ত করতে হবে– রমেশ চন্দ্র সেন
বিভিন্ন এলাকা ঘুরেও দেখা গেছে, গাছে গাছে মুকুলের সমারোহ। কোন কোন গাছে একেবারেই ছেয়ে গেছে, আবার কিছু গাছে আংশিক মুকুল এসেছে। এসব গাছেও কিছুদিনের মধ্যেই পুরোপুরি মুকুলে ছেয়ে যাবে বলে প্রত্যাশা করছেন এই এলাকার আম চাষীরা।
আরও পড়ুনঃ ১২ বছরেও এমপিও পায়নি! সিংড়ার ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ
পুঠিয়া উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন, এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলেই আছে। তবে মুকুল আসার পর থেকেই চাষীরা নিজ গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। রোগ-বালাই ও পোকার আক্রমন থেকে রক্ষা করতে প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে আম চাষীদের।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply