মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতের ৮ কিলোমিটারের প্লাস্টিকের বোতল, বিভিন্ন পলিথিন ও প্লাস্টিক বজ্য পরিস্কার করেন জেলা পুলিশের খেলোয়াড় দলের সদস্যরা। শনিবার ২২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এ কর্মসূচীর উদ্বোধন করেন।
আরও পড়ুনঃ গলাচিপায় ঝুড়ি থেকে নবজাতক উদ্ধার
এছাড়া সৈকতের ময়লা ফেলার জন্য জেলা পুলিশের উদ্যোগে সৈকতের বিভিন্ন স্থানে শতাধিক ডাসবিন স্থাপন করা হয়েছে। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশী বিদেশী পর্যটকদের কাছে জেলার ভাবমূর্তি রক্ষার্থে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম হাতে নিয়েছে পটুয়াখালী জেলা পুলিশ। শনিবার সকালে পুলিশ সুপার মোঃ মইনুল হাসানের নির্দেশনায় সূর্যোদয় দেখার স্পট কুয়াকাটার চর গঙ্গামতি থেকে শুরু করে লেম্বুর চর পর্যন্ত আট কিলোমিটার সৈকত পরিস্কার করে বিভিন্ন স্থানে শতাধিক ডাষ্টবিন স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ বেল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আহম্মদ আলী, সহকারী পুলিশ সুপার মোঃ ফেরদৌসী প্রমুখ।
আরও পড়ুনঃ উন্নয়নের সুফল পেতে দুর্নীতিবাজদের রুখতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
পুলিশ সুপার মোঃ মইনুল হাসান জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কারনে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। তিনি আরো বলেন, দেশী বিদেশী পর্যটকদের কাছে যাতে দেশের ভাবমুর্তি উজ্জ্বল হয় এবং বিদেশী রেমিটেন্স বৃদ্ধি পায় সে জন্য পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে প্রতিটি নাগরিকের সচেতন হওয়া দরকার। আমরা ময়লা রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন বক্স স্থাপন করেছি যাতে সর্বসাধারণের ব্যবহৃত ময়লা নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন। এসময় জনসাধারণসহ পর্যটকদেরকে বিনীত আহবান জানিয়ে তিনি আরও বলেন, সৈকত পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, পরিবেশ দূর্ষন থেকে বিরত থাকুন এবং সকলেই এ ব্যাপারে সচেতন হবো।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply