বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— মুজিব শতবর্ষকে সামনে রেখে বাংলাদেশ পৌরসভা সমিতির আয়োজনে পটুয়াখালী কুয়াকাটায় বরিশাল বিভাগীয় মেয়রদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ ফেব্রুয়ারী বেলা ১২ টায় কুয়াকাটার গ্রেভার ইন ইন্টারন্যাশনাল কনভেনশন হলরুমে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ জেলার ভাবমূর্তি রক্ষার্থে কুয়াকাটা সৈকতে পুলিশের পরিচ্ছন্নতা অভিযান
মেয়র এসোসিয়েশন অব বাংলাদেশ ম্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নীলফামারি পৌরসভার মেয়র দেওয়ান মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ম্যাব সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ম্যাব সহ-সভাপতি সাইফুর রহমান রাজ্জাক, ভোলার পৌর মেয়র মনিরুজ্জামান মনির, আরো বক্তব্য রাখেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা, পৌর মেয়র মোঃ মতিউর রহমান, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বেতাগী পৌর মেয়র গোলাম কবির, বরগুনা পৌর মেয়র তৈহিদুল ইসলাম, ঝালকাঠি পৌর মেয়র নাসিমা কামল, পটুয়াখালী পৌর সভার প্রকৌশলী জসীম উদ্দীন আরজু , আমতলী পৌরসভা সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।
আরও পড়ুনঃ নলছিটিতে কিশোরের লাশ উদ্ধার!
এতে বরিশাল বিভাগের ২৬ টি পৌসভার পৌর মেয়র ও সিটি কর্পোরেশনের মেয়রগন অংশ গ্রহন করেন। সম্মেলনে ভিশন ২০৩০ বাস্তবায়ন এবং নগরে নাগরিক সেবা বৃদ্ধি করার বিষয়ে সরকারের করনিয়। বর্জ ব্যবস্থাপনায় ডাম্পিং/ পৌরসভার ন্যায দাবী আদায় এবং বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠি তহয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply