রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
বাগেরহাট (মোংলা) থেকে সজল দাসঃ— দাকোপে শতাধিকের অধীক সুর্বণ কার্ডধারী প্রতিবন্ধী ছাএ-ছাএী নিয়ে বাজুয়া (চড়ারধাঁর) এলাকায় “শেখ হাসিনা প্রতিবন্ধী বিদ্যালয়”এর পথচলা শুরু। দেশরন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল যিনি সমাজের প্রতিবন্ধী শিশুদের স্বপ্ন দ্রষ্ঠা ও জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল এর স্বপ্ন পূরণের লক্ষে সমাজ সেবক শিক্ষক সজল গাইন নিজ ভূমি দান পূর্বক “শেখ হাসিনা প্রতিবন্ধী বিদ্যালয়” গড়ে তুলতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে গত ইং-২৯.০৬.১০ তারিখে নন-এনডিডি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের জন্য এমপিও-ভুক্তির আবেদন সহ পাচঁ মিনিটের ভিডিও ও ছাত্র ছাত্রীদের এ্যাসেমম্বিলী সহ প্রতিবন্ধী ছাএ-ছাএীদের নিয়ে ভিডিওটি সহ সকল তথ্যাদি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এ আপলোড করা হয়।
সরজমিনে বিদ্যালয় প্রাঙ্গনে কথা হয় বিদ্যালয় প্রধান শিক্ষক সজল গাইনের সাথে তিনি বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মানব সেবার সে লক্ষে বাজুয়া চাঁদপাড়া সার্বজনীন বাসন্তি মন্দির কমিটিতে অনেক বছর সাধারন সম্পাদকের দায়িত্ব পালন, বাজুয়া বেড়েরখাল সরঃ প্রাথমীক বিদ্যালয় ম্যনেজিং কমিটির সদস্য হয়ে উক্ত বিদ্যালয়ের উন্নয়নে ভুমিকা রেখেছি। বাজুয়া এল বি কে ডিগ্রি মহিলা কলেজে অবস্থিত “বঙ্গবন্ধু লাইব্রেরী”র জন্য ভূমিদান করেছি।
আরও পড়ুনঃ সিএন্ডএফ এজেন্টের যাতায়াতে বিএসএফের বাধা
এসময় তিনি আরো বলেন, সমাজের সুধীজনদের সাথে নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি করেছি। প্রথমে “বাজুয়া প্রতিবন্ধী বিদ্যালয়” নাম করন করলে সুধীজনদের মতামতের ভিত্তিতে নাম পরিবর্তন করে “শেখ হাসিনা প্রতিবন্ধী বিদ্যালয়”এর নাম করনের সিন্ধান্ত এবং সর্বসম্মত্তি ক্রমে মাননীয় সংসদ সদস্য-৩৩০ এ্যাড. গ্লোরিয়া ঝর্না সরকারকে প্রতিষ্ঠাতা সভাপতি করে গত ইং- ০১.০৭.১৯ তারিখে রেজুলেশন করা হয়। সরকারী নির্দেশনা মোতাবেক সুধীজনদের সাথে নিয়ে বিদ্যালয় পরিচালনার জন্য শিক্ষক নিয়োগ করে প্রথম থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ১৩০ জন সুর্বন কার্ডধারী প্রতিবন্ধী ছাএ-ছাএী নিয়ে পথচলা শুরু করি। গত ইং-০৮.০৯.১৯ তারিখে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবদুল ওয়াদুদ উক্ত প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনা করে প্রত্যয়ন পএ প্রদান করেন।
আরও পড়ুনঃ জাতীয়করণ হলো সিংড়ার বঙ্গবন্ধু কমার্স এন্ড টেকনিক্যাল কলেজ
তিনি আরো বলেন, মাননীয় সংসদ সদস্য-৩৩০ এ্যাড. গ্লোরিয়া ঝর্না সরকার কথা দিয়েছেন স্বচ্ছতার সাথে সকল কাজ সম্পন্ন হলে সমাজের সুধীজনদের সাথে নিয়ে “শেখ হাসিনা প্রতিবন্ধী বিদ্যালয়”এর সভাপতির আসন গ্রহন করবেন। বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে প্রতিবন্ধী ছাএ-ছাএীদের খেলার মাঠ, ক্লাসরুমে বিভিন্ন শিক্ষা উপকরন, নিজস্ব উদ্যেগে টিফিন, যাতায়াতের ব্যবস্থা সহ জাকজমক ভাবে পালন করা হয় ২১ শে ফেব্রয়ারীর অনুষ্ঠান।
কথা হয় বিদ্যালয় সহকারী শিক্ষক দিবাকর সরকার, জুয়েল রপ্তান, মৃতুঞ্জয় রপ্তানের সাথে তারা বলেন, নিয়োগ পদ্ধতি অনুসারে মেধার যোগ্যতায় এখানে স্থান পেয়েছি কোন অর্থ ডোনেট করে নয়। এমপিও ভুক্ত হওয়ার পরে বিদ্যালয়ের স্বার্থে যদি ডোনেট করতে হয় তাহলে অবশ্যই করব।
আরও পড়ুনঃ ইবির ৮ শিক্ষার্থীর প্রধানমন্ত্রী স্বর্ণপদক জয়
কথা হয় ন্যাশনাল প্রেস সোসাইটির খুলনা জেলা কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমানের সাথে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাতে সমাজ সেবক শিক্ষক সজল গাইনকে স্বাগতম জানিয়ে এলাকার সুধীজনদের “শেখ হাসিনা প্রতিবন্ধী বিদ্যালয়” এর সার্বিক সহযোগিতার আহবান জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply