মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
পাবনা (ঈশ্বরদী) থেকে তুহিন হোসেনঃ— প্রথম জাতীয় বীমা দিবসের অংশ হিসাবে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয় প্রথম জাতীয় বীমা দিবস-২০২০। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১লা মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণার করার পর সারাদেশে বিভিন্ন বীমা কোম্পানীতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ দিনটিকে স্মরনীয় করতে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
আজ রবিবার (১লা মার্চ ২০২০ ইং) সকাল ১০.৩০ ঘটিকায় ঈশ্বরদী উপজেলাতে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিহাব রায়হান ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল ও আটটি জীবন বীমা কোম্পানীর সার্ভিস সেল ইনচার্জ সহ কর্মচারী ও বীমাকারীরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঈশ্বরদী উপজেলার বাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, ঈশ্বরদী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আতিয়া ফেরদৌস কাকলী। উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিহাব রায়হান ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল। আলোচনা সভা শেষে বীমাকারীদের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিহাব রায়হান ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল তাদের হাতে চেক প্রদান করে ও রচনা প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply