বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
দিনাজপুর থেকে বাদশা আলীঃ— দ্বিশতক হাঁকানোর পরে দাম কমলেও শতকের নিচে নামছিল না পেঁয়াজের দাম। দীর্ঘ দুই মাস ধরে ১২০ থেকে ১৩০ টাকায় কেজি দরে দেশি পেঁয়াজ কিনতে হয়েছে। এবার পেঁয়াজের বাজারে সুসংবাদ এলো। ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধের আদেশ তুলে নেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে স্থানীয় বাজারে প্রতিকেজিতে দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। ভারত সরকার সে দেশের পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে গত বছরের ২৯ সেপ্টম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে অস্থিতিশীল হয়ে উঠে বাংলাদেশের পেঁয়াজের বাজার। এবার ভারতে পেঁয়াজের ফলন ভালো হওয়ার কারণে গত ২৭ ফেব্রুয়ারী পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত সরকার। এ সংবাদে দেশের বাজারের পাশাপাশি হিলি বন্দরে বেড়েছে পেঁয়াজের জোগান। পাইকারী বাজারেও দাম কমতে শুরু করায় খুচরা বাজারে দাম কমছে।
হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতারা জানান, দুইদিন আগে যে পেঁয়াজের দাম ছিলো কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা। সেই পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। হঠাৎ করে পেঁয়াজের দাম কমতে থাকায় খুশি খুচরা ক্রেতারাও।
পেঁয়াজ ক্রেতা রফিকুল ইসলাম জানান, পেঁয়াজের দাম বৃদ্ধির পর থেকে পেঁয়াজ খাওয়া কমিয়ে দিয়েছিলাম। অনেকদিন পর আজ ১ কেজি পেঁয়াজ কিনলাম। পাইকারী পেঁয়াজ বিক্রেতারা জানান, যদিও এখন পর্যন্ত ভারতীয় পেঁয়াজ আমদানি হয়নি। তারপরও পেঁয়াজের বাজার কমে এসেছে। ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে প্রতিকেজি পেঁয়াজ ২০ থেকে ৩০ টাকায় নেমে আসতে পারে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply