বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— চট্রগ্রামের বাঁশখালী উপজেলায় বীমা দিবস পালিত হয়েছে।‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে রবিবার সকাল ১০টায় সারা দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস। বীমাশিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবস উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদর প্রদক্ষিণ করে পরবর্তীতে এক র্যালী ও আলোচনা সভার উপজেলা সদরে আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ ঈশ্বরদীতে প্রথম জাতীয় বীমা দিবস পালিত
বীমা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আবু ছালেক, বাঁশখালী পৌরসভার মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, ফারইষ্ট ইসলামী লাইফের দুই ইনচার্জ মাওলানা জাফর ইকবাল ও মাওলানা ছরওয়ার করিম, ন্যাশনাল লাইফের ইনচার্জ মোঃ ফিরোজ, প্রাইম ইসলামী লাইফ ইনসুরেন্স মাওলানা নুরুল আলম ফারুকী ও প্রফেসর জাকের হোসেন, হোমল্যান্ড লাইফের জাফর আলম, পপুলার লাইফের ইনচার্জ ইলিয়াছ হোসেন, ডায়মন্ড লাইফ ইনসুরেন্সের রুপন চক্রবর্তী, ট্রাস্ট ইসলামী লাইফের ফরহাদুল আলম তালুকদারসহ বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply