বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ— জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালনের উদ্দেশ্যে ঢাকা পল্লীবিদুৎ সমিতি-১-এ মুজিব কর্নার ও ডে-কেয়ার সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে । শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও উপমহাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি ।
আরও পড়ুন আশুলিয়ায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, প্রতিরোধে সচেতনামূলক সভা
মুজিব কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালক মুহাম্মদ মতিউর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আজাহার আলী, মোঃ সোলায়মান হোসেন (ডিজিএম-কালিয়াকৈর জোঃঅঃ), মোঃ মনিরুল ইাসলাম (ডিজিএম – শ্রীপুর জোঃঅঃ), মোঃ মুজাহার হোসেন (ডিজিএম-কারিগরি), মফিদা খাতুন (ডিজিএম-আশুলিয়া জোঃঅঃ) , মোঃ আলমগীর হোসেন মুসলমী (এজিএম-ওএন্ডএম), মোঃ মনির হোসেন (পিইউসি), মোঃ এনামুল হক(আইটি অফিসার) ও মোঃ হায়দার মাহমুদ(হিসাবরক্ষক)সহ সমিতির কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৭১ সদস্যের মোটরকারর্যালি বেনাপোল চেকপোস্টে
মোঃ রাশেদুজ্জামান (এজিএম-প্রশাসন) এর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উদযাপনের লক্ষে মুজিব কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিআরইবি এর নির্বাহী পরিচালক মুহাম্মদ মতিউর রহমান বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। তার এই আত্নত্যাগ বাঙ্গালি জাতি হিসেবে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকি । তিনি বক্তব্যে আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে । বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে যদি তা আমাদের জীবনে কাজে লাগাতে পারি তা হবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও স্মরণ করার শ্রেষ্ঠ উপায় ।
আরও পড়ুনঃ মুজিব শতবর্ষ উপলক্ষে পুলিশ মেমোরিয়াল-ডে উৎযাপিত
ঢাকা পবিস- ১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আজাহার আলী বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নির্যাতিত নিপীড়ত মানুষের অধিকার আদায়ের জন্য অত্যাচারি শাসকদের বিরুদ্ধে তুমল আন্দোলন গড়ে তোলেন । যার ফলে তাকে অনেক কষ্ট ও নির্যাতনের মুখমুখি হতে হয়েছে । ১৭মার্চ সারা দেশ ব্যাপী যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন করা হবে। নিরাপত্তা বিষয়ে জিএম মহোদয় বলেন যারা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক কাজের সাথে জড়িত বিশেষ করে লাইনক্রুদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে কাজ করার আহবান জানান ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply