রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
দিনাজপুর থেকে বাদশা আলীঃ— “ভোটার হয়ে ভোট দেব- দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। সোমবার (২মার্চ) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জায়েদ ইবনে আবুল ফজল। দিবসটি উপলক্ষ্যে দিনাজপুর জেলার সব গুলো উপজেলায় যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply