মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
মানিকগঞ্জ থেকে আবুবকর সিদ্দিকঃ— শনিবার দুপুরে মানিকগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে খালপাড়ে রফিক চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা হয়।
আরও পড়ুনঃ মানিকগঞ্জে পিএসসি ব্রীজ এর ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন
সে সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ফটো, সাবেক মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মেয়র গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply