মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
ঝালকাঠি (রাজাপুর) থেকে সাইদুল ইসলামঃ— ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর পিংরী এলাকায় মুজিববর্ষ উপলক্ষে পিংরী প্রিমিয়ার ক্রিকেট লীগ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ঝালকাঠি টেকনিক্যাল কলেজ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ড. এম এ হান্নান ফিরোজ স্মৃতি একাদশ।
শুক্রবার বিকেলে স্থানীয় যুব সমাজের আয়োজনে মাওলানা আযীযুর রহমান হোমীওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা মনিরুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক এম মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, রিয়াজ হোসেন মাতুব্বর, জাকির হোসেন সহ প্রমূখ।
উল্লেখ্য, স্থানীয় যুব সমাজের আয়োজনে গত ২০ জানুয়ারী পিংরী প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হয়। এতে বিভিন্ন এলাকা থেকে মোট ৩২ টি দল অংশ গ্রহন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply