বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
লোহাগাড়া থেকে অমিত কর্মকারঃ— লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। লোহাগাড়া সদরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে হাসপাতালের নিজস্ব জায়গায় এ ভবন নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
আরও পড়ুনঃ যথাযোগ্য মর্যাদায় জলঢাকায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
৭ই মার্চ শনিবার সকাল ১১ টায় ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডাঃ এজেএম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাকের হোসেন, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান আইয়ুব মিয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন, কলাউজান ইউপি চেয়ারম্যান এমএ ওয়াহেদ, পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ, লোহাগাড়া হাসপাতাল সমিতির সভাপতি শ্রীনিবাস দাশ সাগর, সাবেক ছাত্রলীগনেতা এইচএম গণি সম্রাট, বটতলী শহর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ ফরিদুল আলম, প্রফেসর ডাঃ এয়াকুব হোসেন, প্রফেসর ডাঃ জামাল হোসেন, ডাঃ মোঃ মাহমুদুর রহমান, দক্ষিণজেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু, লোহাগাড়া আওয়ামী লীগের সদস্য এসএম আব্দুল জব্বার, লোহাগাড়া যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন জহির, যুগ্ম-আহবায়ক ফজলে এলাহী আরজু, লোহাগাড়া ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, মোরশেদুল আলম নিবিল, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী ও চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন প্রমূখ।
আরও পড়ুনঃ অগ্নিকান্ডে আশুলিয়ার ডেন্ডাবরে পুড়ল শ্রমিক পল্লীর সাতটি কক্ষ
প্রধান অতিথি ড. নদভী এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে ব্যাপক উন্নয়ন চলছে। তারই ধারাবাহিকতায় লোহাগাড়া-সাতকানিয়ায়ও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী জুন মাসে লোহাগাড়ায় শতাদিক রাস্তার কাজ শুরু হবে। সম্প্রতি ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের কাজ চলতেছে। লোহাগাড়া-সাতকানিয়ায় দুটি স্টেডিয়াম এবং একটি বিশ্ববিদ্যালয় করার চেষ্টা চলতেছে বলেও তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে হাসপাতালে যাবতীয় পরীক্ষার উপর ৩৫% এবং ভর্তিরোগীর ক্ষেত্রে ২৫% ডিসকাউন্ট ঘোষনা করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply