বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২০ পালন করা হয়েছে। রবিবার ৮ই মার্চ সকাল ১১টায়, প্রজন্ম হউক সমতাল, সকল নারীর অধিকার এই প্রতিপাদ্যের বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ থেকে চরটেকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালী বের করা হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও ও সাংবাদিকগণ স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। সাইকেল র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আরও পড়ুনঃ গোলাপ গ্রামে আশুলিয়ার গ্র্যাজুয়েটদের মিলনমেলা
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা তথ্য কর্মকর্তা শিবলী আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি একেএম লুৎফর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা বেগম শেফালী, চরটেকী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী আয়শা জেবিন মিম। বক্তাগণ আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি ০৫ জন সফল অর্জনকারী জয়ীতার হাতে বিভিন্ন ক্যাটাগরীর ক্রাষ্ট তুলে দেন। জয়ীতারা হলেন আইরিন আক্তার, মোছাঃ পারুল আক্তার, আমেনা খাতুন, সীমা আক্তার, মোছাঃ রোকিয়া বেগম।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply