মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— প্রাণঘাতি করোনা ভাইরাসে বরগুনার বেতাগীতে আতঙ্ক বিরাজ করছে। সবচেয়ে আতঙ্কে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।
সোমবার রাত সারে আটটায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। কোনভাবে যাতে আতংক না ছড়ায় সে বিষয়ও উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আগাম সর্তকাবস্থা নেওয়া হযেছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তেন মং জানান, ইতোমধ্যে ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। তবে অবকাঠামোগত সমস্যার কারনে নিদের্শনা অনুযায়ী মানসম্মতভাবে প্রস্তত করা সম্ভব হয়নি। তাছাড়া চিকিৎসার উপকরন সংকটেও হিমশিমে রয়েছি।
করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান বলেন, করোনা ভাইরাসের বিষয় আমরা সর্তকাবস্থায় রয়েছি। ইতোমধ্যে ১০ সদস্য বিশিষ্ট করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন পূর্বক সবাইকে সচেতন থাকার জন্য সভা ডেকে ইউনিয়ন পর্যায়েও প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান আমিনুরুল ইসলাম পিন্টু।
সভায় করোনাভাইরাস প্রতিরোধে পূর্ব প্রস্ততি মূলক নানামুখী সর্তকতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবীন্দ্রনাথ সরকার।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply