মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— ১৩ মার্চ শুক্রবার সকাল ১০.৩০ মিনিট সময় পিটিআই রোডস্থ এসডিএ প্রশিক্ষন হলে প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এসডিএ নির্বাহী পরিচালক প্রেসক্লাবের সহ-সভাপতি কে.এম এনায়েত হোসেন। শিশু পাচার প্রতিরোধে ও সুরক্ষা কার্যক্রম জোরদার করনে এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কমিউনিটি ও গণমাধ্যমকে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘নাগরিক প্রস্তাবনা’ পাঠ করেন সিপিডি’র পিসিটিএসসিএন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ শরীফুল্লাহ রিয়াজ। সাংবাদিকদের বিভিন্ন জবাব দেন জেলা শিশু অধিকার রক্ষা কমিটির আহবায়ক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ। প্রশ্নদাতা হলেন প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম আরিফ, সদস্য জাহাঙ্গীর হোসেন, সঞ্জয় দাস লিটু, জাকির মাহমুদ সেলিম, আতিকুর ররহমান, বিলাস দাস, আফরিন জাহান নিনা প্রমুখ।
আরও পড়ুনঃ ফুলবাড়িতে মা আমেনা বালিকা ক্বওমি মাদরাসার উদ্বোধন
বিকেলে এসডিএ মিলনায়তনে মানব পাচার প্রতিরোধ বিষয়ক বিভিন্ন শ্রেণী পেশার সাথে সতেজিকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসাইন। শিশু সুরক্ষা অধিকার কমিটির সভাপতি স ম দেলওয়ার হোসেন দিলিপ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যালেন মেয়র নাহিদা আক্তার পারুল, সমাজ সেবক আঃ রব। স্বাগত বক্তব্য রাখেন পিসিটিএসসিএন কনসোটিয়াম এর প্রজেক্ট কো-অডিনেটর শরীফুল্লাহ রিয়াজ। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনিন্দ্র চন্দ্র, শিরিন আক্তার, ইমাম মোঃ রফিকুল ইসলাম নিকাহ রেজিস্টার শামসুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আরও পড়ুনঃ ঢাকায় বিসিকে কম্পিউটার স্কিল বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
সভায় শিক্ষক, ইমাম, নিকাহ রেজিস্টার, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি অংশ গ্রহন করেন। বক্তরা বলেন জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির যথাযথ বাস্তবায়ন করতে হবে। জনপ্রতিনিধিদের শিশুপাচার বন্ধে ও শিশু সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply