রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
নরসিংদী (শিবপুর) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ— শিবপুর উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী ১৩ মার্চ শুক্রবার বেলা ১২টায় উপজেলার বানিয়াদী সার্বজননী ভক্ত সংঘ মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবপুর উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
জেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রঞ্জন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর সূর্য কান্ত দাস। সম্মেলন উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দীপক কুমার সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় গোস্বামী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী।
অনুষ্ঠান পরিচালান করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র বর্মন। এসময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply