সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৪-০৩-২০২০ তারিখ সকাল ১১.০০ হইতে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত সময়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন সুবিদ খালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ‘‘পলকী ডেন্টাল কেয়ার’’ এর স্বত্তাধিকারী সুদীপ্ত মজুমদার(৩৮) পিতা- মৃত রামেশ্বর মজুমদার, সাং- উত্তর সুবিদ খালী , থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী এবং ‘‘হক নুর ডেন্টাল কেয়ার’’ এর স্বত্তাধিকারী মোঃ আবুল কালাম আজাদ (৪৪) পিতা- মোঃ আব্দুল মান্নান হাওলাদার, সাং- বাজিতা, থানা- মির্জাগঞ্জ , জেলা- পটুয়াখালীকে আটক করে। আটককৃত ০২ জন চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাধারী ডিগ্রি অর্জন না করেও নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকে।
আরও পড়ুনঃ ‘করোনাতে আতঙ্ক নয়, সতর্ক হোন’ শ্লোগান নিয়ে গলাচিপা সচেতনতামূলক লিফলেট বিতরণ
উল্লেখ্য আটককৃত সুদীপ্ত মজুমদার মাত্র এসএসসি পাশ করে নিজেকে দন্ত বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। অন্য দিকে মোঃ আবুল কালাম আজাদ মাদ্রাসায় শিক্ষায় ফাজিল পাশ করে নিজেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দেন। এসময় মির্জাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ মেহেদী হাসান আটককৃত ০২ জন কে ভূয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত ভূয়া ডাক্তারদেরকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে ধৃত ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীণ রয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply