বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোভার স্কাউটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ২টা থেকে অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ মার্চ এ পরিক্ষার ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুনঃ ইবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
জানা যায়, প্রতি বছরের ন্যায় রোভার স্কাউটে নতুন সদস্য বাছাই প্রক্রিয়ায় অংশ হিসেবে অনুষদ ভবনের ৪২৭ ও ৪২৬ নং কক্ষে ৫০ নম্বরের নৈর্বত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন বিভাগের মোট ৩১০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
আরও পড়ুনঃ মুজিববর্ষ উপলক্ষে ইবি’র ল্যাবরেটরি স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এসময় ইবি রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, আরএসএল প্রফেসর ড. আমিনুল ইসলাম, ইবি রোভার স্কাউট ইউনিট কাউন্সিলের সভাপতি আখতার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মুসাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় মুজিববর্ষ পালনে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা
উল্লেখ্য, আগামী ১৭ মার্চ পরীক্ষার ফল রোভার স্কাউট অফিসের নোটিস বোর্ডে ও পরীক্ষার্থীদেরকে তাদের মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ২২ মার্চ রোভার ডেনে পরীক্ষা উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর সর্বমোট একশত জন নতুন সদস্য নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply