বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ত্রৈমাসিক ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’র মোড়ক উন্মোচন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৬ মার্চ) বেলা ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী তার কার্যালয়ে এর মোড়ক উন্মোচন করে।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সম্পাদনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আসাদুজ্জামান ও প্রভাষক প্রদীপ কুমার অধিকারী উপস্থিত ছিলেন।
ত্রৈমাসিক এ বার্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, খেলাধুলাসহ অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। বার্তার মোড়ক উন্মোচনের সময় ভিসি বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি।’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply