সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি....
“সরকারের দিক-নির্দেশনা মেনে চলি, করোনা ভাইরাস প্রতিরোধ করি।” অনলাইন নিউজ পোর্টাল “আজকের দিগন্ত ডট কম” এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে এখনই ভিজিট করুন “আজকের দিগন্ত ডট কম” (www.ajkerdiganta.com) । বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য পরিশ্রমী, মেধাবী এবং সাহসী প্রতিনিধি আবশ্যক, নিউজ ও সিভি পাঠানোর ঠিকানাঃ-- ajkerdiganta@gmail.com // “ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আসুন আমরা মাদক’কে না বলি”
সংবাদ শিরোনাম....
গাজিপুরের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সাভারে বিভিন্ন এলাকায় জরিমানাসহ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ঠেকানো যাচ্ছে না গাজিপুরে অবৈধ গ্যাস সংযোগ, কঠোর অবস্থানে তিতাস কর্তৃপক্ষ শিবপুরে সংবর্ধনা অনুষ্ঠান গাজিপুরের বিভিন্ন এলাকায় পুনবায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জোবিঅ-আশুলিয়া আওতাধীন কা‌শিমপু‌রে বি‌ভিন্ন এলাকায় তিতাসের অ‌ভিযান কাশিমপুরে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাশিমপুরে বিভিন্ন এলাকায় তিতাসের অভিযান এবং অভিযানকৃত সাশ্রয়কৃত গ্যাসের আনুমানিক মূল্য ৫১,৩৭৮ টাকা (দৈনিক ভিত্তিক)  মানিকগঞ্জ ঘিওরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শহীদি মার্চ’ উপলক্ষ্যে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে নতুন ডিসি নিয়োগ, সাংবাদিক নির্যাতনকারি ডিসি প্রত্যাহার

কুড়িগ্রামে নতুন ডিসি নিয়োগ, সাংবাদিক নির্যাতনকারি ডিসি প্রত্যাহার

 

বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ— ১৩ মার্চ মধ্য রাতে বাড়ীতে গিয়ে ঘরের দরজা ভেঙে মারধর করে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে ডিসি অফিসে মোবাইল কোর্ট বসিয়ে কারাদণ্ড দেওয়ার ঘটনায় জেলা প্রশাসক সুলতানা পারভীনকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রোববার দুপুরে এমন তথ্য জানান ।

কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে জামিন দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সুজাউদ্দৌলা। জামিন পেয়ে আরিফুল ইসলাম রিগ্যান কারাগার থেকে বের হওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে শারীরিক অসুস্থ্যতার কারণে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জামিনে মুক্তি পেয়ে আরিফুল ইসলাম জানান যে চোখ বেধে আমাকে বেধম মারতে থাকে এবং কাগজে তারা আমার নিকট হতে ০৪টি স্বাক্ষর নেন । ২৫ হাজার টাকা জামানতে আরিফুল ইসলামকে জামিন দেওয়া হয়েছে তার আইনজীবী এ্যাভোকেট. শাখাওয়াত হোসেন জানিয়েছেন ।

আরিফুল ইসলামের স্ত্রী মোস্তারিমা সরদার বলেন, রাত্র সোয়া ১২টার দিকে হঠাৎ করে আমাদের বাড়ির গেটে ধাক্কাধাক্কি শুরু হয়। বলা হয়, দরজা খুলুন না হয় ভেঙে ফেলা হবে। ঘরে প্রবেশ করেই মারতে শুরু করে আরিফুল ইসলামকে, কেন মারছেন জিজ্ঞাসা করতেই তারা আরিফুলকে বলে, ‘তুই অনেক জ্বালাচ্ছিস। মারতে মারতে আরিফুল ইসলাম রিগানকে নিয়ে যায়। কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনের বিরুদ্ধে অনিয়মের সংবাদ পরিবেশন এবং ফেসবুকে দুর্নীতি সংক্রান্ত পোস্ট দেওয়ার কারণে উনি ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এই অভিযোগ অস্বীকার করে ডিসি সুলতানা পারভীন বলেন, ‘যদি ঐ ঘটনাই হতো সেটাতো এক বছর পুর্বের কথা। ঐটা যদি কোনো বিষয় হতো, তাহলে তো তখনই আমরা অ্যাকশনে যেতাম। তিনি বলেন, টাস্কফোর্সের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন বাড়ি হতে জোর করে তুলে নিয়ে মোবাইল কোর্ট সাজা দিতে পারে না। মদ-গাঁজা যদি ঘরে থেকেও থাকে তবে তা নজরদারিতে রাখবে। যখন সময় হবে তখন তাকে মাদকসহ আটক করবে। আর এসব মাদকদ্রব্য যদি কেউ লুকিয়ে রাখে, তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার নিজস্ব আইনবলে পদক্ষেপ নেবে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে অভিযানের সময় মাদকসহ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে আটক করা হয় দাবি করেন। শুক্রবার রাতে নিজ বাড়ি হতে আরিফুল ইসলাম রিগানকে মাদকবিরোধী অভিযানের কথা বলে আটক করা হয় এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনায় অভিযুক্ত তিন সহকারী সচিব রিন্টু বিকাশ চাকমা , মোঃ নাজিম উদ্দিন ও এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান এই ৩ জনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে । আলোচিত জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ রেজাউল করিমকে কুড়িগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে ।

খবরটি শেয়ার করুন....



Leave a Reply

Your email address will not be published.



বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

করোনা ইনফো (কোভিড-১৯)

 

 

 

 

পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ

জনপ্রিয় পুরাতন হিন্দি গান

জনপ্রিয় বাউল গান

[print_masonry_gallery_plus_lightbox]




জনপ্রিয় পুরাতন বাংলা গান

সর্বশেষ সংবাদ জানতে



আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”

© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”।  অনলাইন নিউজ পোর্টালটি  বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।

Design & Developed BY ThemesBazar.Com
Shares
x