সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ী এলাকার সিঙ্গাপুর ফেরত এক যুবক হোম কোয়ারেন্টাইনে না থেকে ঘরের বাইরে ঘোরাফেরা করার অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ অর্থদন্ড করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার। এসময় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের রাসেলসহ রাজাপুর থানার পুলিশ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুরসহ ২ এমপি
ইউএনও মোঃ সোহাগ হাওলাদার জানান, হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে জনসমাগমে ঘোরাঘুরি করার দায়ে উপজেলার পিংড়ী এলাকার সিঙ্গাপুর ফেরত এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে, তিনি সকল প্রবাস ফেরত ব্যক্তিকে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply