বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) থেকে আব্দুস সোবহান মন্ডলঃ— দেশে করোনা ভাইরাসের অজুহাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের কাঁচাবাজারের পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চালের বস্তা প্রতি সাড়ে ৩শ’ থেকে ৫ শ’ টাকা পর্যন্ত বৃদ্ধি করে বিক্রি ও পেঁয়াজ কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি করে খুঁচরা বিক্রি করায় ক্রেতারা স্থানীয় বাজার মনিটরিং কমিটির কাছে বিষয়টি অবহিত করেন।
আরও পড়ুনঃ ঈশ্বরদী’র দাশুড়িয়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহলে’র অভিযান
আরও পড়ুনঃ রাঙ্গুনিয়ায় জীপ ভর্তি অর্ধলক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ
বাজার স্থিতিশীল রাখতে গত ২০ মার্চ বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মণ এর নেতৃত্বে পৌর শহরের কাঁচাবাজার ও কয়েকটি কয়েকটি চাল ব্যবসায়ী ঘরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে প্রতি চালের বস্তা বেশি দামে বিক্রি করার অপরাধে চাল ব্যবসায়ী আফজাল হোসেনের ৫ হাজার, আবুল হোসেনের ২ হাজার, শাহিনুর মিয়ার ২০ হাজার, আব্দুল হান্নানের ১০ হাজার, রুহুল আমিনের ৫ হাজার ও কাঁচাবাজারে খুচরা ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি করায় পেঁয়াজ ব্যবসায়ী আইনুল হকের ৫ হাজার, লাবীব মিয়ার ২ হাজার ও রুহুল আমিনের ৩ হাজার টাকা করে মোট ৬২ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে বিদেশ ফেরত একজনকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালত শেষে সাংবাদিকদের এক ব্রিফিংকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামৃষ্ণ বর্মণ বলেন, করোনা ভাইরাসের কারণে মজুতদার ও খুঁচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চাল ও কাঁচামালের বাজার উর্দ্ধগতি করায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযান উপজেলার সর্বত্র হাট-বাজারে অব্যাহত থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply