বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— করোনা ভাইরাস প্রতিরোধে বাউফলে আসা বিদেশ ফেরতদের থানা পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে। তালিকা অনুযায়ি বাউফল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বিদেশ ফেরতদের খোঁজখবর নিচ্ছেন এবং হোম কোয়ারেন্টামে অবস্থান করাসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। এনিয়ে সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসলেও তাদের মধ্যে আতংক বিরাজ করছে।
আরও পড়ুনঃ পটুয়াখালীর মহিপুরে অর্থনীতিতে মাস্টার্স করে হয়ে গেলেন বিশেষজ্ঞ ডাক্তার
বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দোকার মোস্তাফিজুর রহমান জানান, ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ি চলতি বছরের ১ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত প্রায় তিনশত মানুষ বিভিন্ন দেশ থেকে বাউফলে এসেছেন। এদের মধ্যে কেউ কেউ বাউফলে এসে দু’একদিন অবস্থান করে অন্যত্র চলে গেছেন। তাদেরকে না পেয়ে তাদের পরিবারকে করোনার ভাইরাস সম্পর্কে অবহিত করেন এবং আগতকে ফোনে কোয়ারেন্টাম বিধি মেনে চলার নির্দেশনা দেন। বিদেশ থেকে আসার পর যাদের ১৫ দিন অতিবাহিত হয়েছে তাদেরকেও জনসমাগমে না যাওয়া এবং সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হচ্ছে। শনিবার বাউফলের কালাইয়া, দাশপাড়া, বাউফল সদরসহ বেশ কয়েকটি ইউনিয়নে এই অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুনঃ পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ, ফেস্টুন প্লাকার্ড নিয়ে সেলুন হোটেল বয়দের গ্লোবস-হাত ধোয়ার সাবান বিতরণ
উল্লেখ্য, ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ভারত, সৌদী আরব, আরব আমিরাত, কুয়েত, ইটালি, যুক্তরাজ্য, ব্রনাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাউফলে প্রায় তিনশত মানুষ এসেছেন। তারা কোনভাবেই হোম কোয়ারেন্টাম পদ্ধতি মানছেন না। এর প্রেক্ষিতে বাউফল থানা পুলিশ কঠোর অবস্থানে নেমেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply