মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
নাটোর (সিংড়া) থেকে রবিন খানঃ— শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ সিংড়া উপজেলা শাখার পক্ষ হতে আজ রবিবার করোনা সচেতন ও সতর্কতার লক্ষে কয়েক শতাধিক লিফলেট বিতরণ করা হয়েছে।
আরও পড়ুনঃ দোকান খোলা রাখা ও নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
সিংড়া উপজেলার পৌর এলাকা বাস স্ট্যান্ড, কোর্ট মাঠ, রেজিস্ট্রি অফিস মোড়, থানার মোড় সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাগে লিফলেট বিতরণ করে। এসময় লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখার কার্যকরী সদস্য রাকেশ কুমার সাহা, সিনসিয়াদ সাওম সাদ, সাব্বির আহাম্মেদ ও আবদুল্লাহ আল সাদাত উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১৫ ও আহত ৬
লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা সভাপতি শেখ রিফাদ মাহমুদ বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সচেতনার মাধ্যমেই করোনা প্রতিরোধ করা সম্ভব। তিনি আরোও জানান, নাটোরের অন্যান্য উপজেলাতেও টিফিনের টাকা বাঁচিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে লিফলেট বিতরণ করা হচ্ছে।
আরও পড়ুনঃ নাটোরের লালপুরে চেক জালিয়াতী মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!!
উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে ৪৫ জেলায় লাল সবুজ উন্নয়ন সংঘ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম পরিচালিত করে আসছে। তারমধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, মাদক-বাল্যবিবাহ-জঙ্গিবাদ বিরোধী সভা ইত্যাদি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply