বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুরে দুর্যোগে প্রস্তুতি ও করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। তিনি জানান, সন্ধ্যার পরে কোন টি স্টল খোলা রাখা যাবে না। এছাড়া বিপণী বিতানগুলোতে একসাথে ভিড় না করতে নির্দেশনা দেন তিনি।
আরও পড়ুনঃ কাজিপুরে প্রতিপক্ষের আগুনে পুড়ে ছাই গরু ছাগল!
উপজেলা পরিষদের আয়োজনে সভায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি শওকত হোসেন, কাজিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমূূখ। অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয় করোনা প্রতিরোধে করনীয় বিষয়ে দিক নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply