বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি আবুবকর সিদ্দিকঃ— করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। দেশে করোনা ভাইরাস প্রতিরোধে মানূষের ধারে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। প্রাথমিক অবস্থায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাতে হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পৌঁছে দিতে সংগঠনটির স্বেচ্ছাসেবকদের উদ্যোগে চলছে স্যানিটাইজার তৈরির কাজ। গত কয়েক দিন ধরে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মসজিদ মাদ্রাসা সাধারণ হতদরিদ্র মানুষের হাতে হাতে স্যানিটাইজার ও মাস্ক তুলে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
আরও পড়ুনঃ পোরশা করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯জন ব্যক্তিকে অর্থদণ্ড
আরও পড়ুনঃ অসহায় এবং দুস্থদের মাঝে চাল, আটা, তেল ও সাবান বিতরণ করলো নবজাগরণ সমিতি
নির্মল রঞ্জন গুহ জানান, আমরা স্বেচ্ছাসেবক লীগ দেশের যে কোন দূর্ভোগ-দূর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবসময় নির্দেশ রয়েছে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য। দেশে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগেই স্যানিটাইজার প্রস্তুত করে মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছি। একইসাথে মাস্ক ও সাবান বিতরণ করছি। হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ঘরে ঘরে চাউল-ডাল সহ বিভিন্ন খাদ্য উপকরণ পৌঁছে দেয়ার উদ্যোগ ও হাতে নিয়েছেন বলে জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply