রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
নরসিংদী (শিবপুর) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ— নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভুঞা মোহন বলেছেন, করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই নিরাপদে থাকতে হবে। শিবপুরে করোনার কারণে কোন খেটে খাওয়া মানুষ না খেয়ে থাকবে না। আমি ইতিমধ্যে ব্যক্তিগত ভাবে উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক প্রায় ৩ হাজার দৈনিক খেটে খাওয়া মানুষের তালিকা করেছি এবং তাদেরকে জনপ্রতি দশ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, দেড় কেজি ডাল, আধা কেজি লবন, একটি ডেটল সাবনসহ একটি প্যাকেজ বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে।
আরও পড়ুনঃ মাইকিং করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে শিবপুর মডেল থানা পুলিশ
তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী ভাবে যে অনুদান বরাদ্ধ দিয়েছেন তাও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা শুরু হয়েছে। এরপরও কেউ বাকী থাকলে আমাকে জানালে কিংবা উপজেলা প্রশাসনকে জানালে তার বাড়িতে খাবার সামগ্রী পাঠিয়ে দেয়া হবে।
আরও পড়ুনঃ বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত
শনিবার (২৮মার্চ) দুপুরে করোনাভাইরাস মোকাবেলায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকের জন্য নিজস্ব অর্থায়নে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, হেকসোসল ও অন্যান্য সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।
শিবপুর ডাক বাংলোতে এসব বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুরের ইউএনও মোঃ হুমায়ুন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঞা রাখিল, শিবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সহ সভাপতি আলমগীর হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply