শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ ঢাকা ফেরতদের নিয়ে চরম আতঙ্কে রয়েছে। কয়েকদিন যাবৎ তারা ঢাকা থেকে আসা নিজেদের আত্মীয়-স্বজন আর অপরিচিত লোকদের বেপরোয়া চলাচলে প্রচন্ড ভয়ের মধ্যে আছেন বলে একাধিক ব্যক্তি ফোন করে এ প্রতিনিধিকে জানিয়েছেন।
আরও পড়ুনঃ বেতাগীতে গ্রাম মহল্লার হাট-বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ, স্প্রে ও মাইকিং অব্যাহত
কাজিপুরের ১২ টি ইউনিয়নের ৬ টিই যমুনার চরাঞ্চল। ঢাকার বিভিন্ন তৈরি পোষাক কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে চরাঞ্চলের প্রায় ২০ হাজার মানুষ কর্মরত আছেন। তারা সম্প্রতি ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন। সরকারি নির্দেশ অনুযায়ী ঢাকা ফেরতদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু এই নিয়ম তারা মানছেন না। শনিবার গভীর রাত পর্যন্ত চরের রুঘুনাথপুর বাজার, নিশ্চিন্তপুর বাজার, জজিরা, নাটুয়ারপাড়া, কুমারিয়াবাড়ি বাজারের স্টলে তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া ঢাকা ফেরতরা মোটরবাইক ভাড়া করে আত্মীয়-স্বজনদের বাড়ি, হাট-বাজারে যাচ্ছেন। এতে করে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে স্থানীয়রা।
আরও পড়ুনঃ করোনা স্বাস্থ্য নিরাপত্তায় সেনা বাহিনীসহ ম্যাজিস্ট্রেটের বেনাপোল পরিদর্শন
নিশ্চিন্তপুর ইউনিয়নের স্কুল শিক্ষক রেজাউল করিম জানান, ‘ঢাকা থেকে আসা লোকজনের চলাচলে আমরা শঙ্কিত। দীর্ঘ ছুটিতে তারা ঈদের আনন্দে মেতেছেন। অথচ তারা যে করোনার জীবাণু বহন করছে না, একথা বলা যাবে না। তা হলেতো আমরা সবাই আক্রান্ত হবো।’ তিনি আরও জানান, থানা পুলিশকে ফোন করলেও পাওয়া যায় না।
আরও পড়ুনঃ অযথা জনসমাগম না করার আহবানঃ খানমরিচে ইউপি চেয়ারম্যান
বিল অঞ্চলের জনগণেরও একই অভিযোগ। চালিতাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদুল আলম জানান, “আমরা আগে ছিলাম বিদেশ ফেরতদের ভয়ে এখন আবার ঢাকা ফেরতদের ভয়ে অতি জরুরি কাজেও বাইরে বের হতে ভয় লাগে। তাদেরকে ছুটি দেয়া হয়েছে যারযার অবস্থানে থাকতে বাইরে ঘুরে বেড়াতে না। এভাবে যদি তারা রাস্তা ঘাটে, বাজারে রাজত্ব করে বেড়ায় তাহলে করোনা থেকে রক্ষা পাওয়া কঠিন হবে।”
কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, আমাদের পুলিশি টহল তৎপর রয়েছে। যেখানেই জনসমাগম রয়েছে সেখানেই লাঠি চার্জ করে সমাগম ভঙ্গ করে দেয়া হচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply