বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আতঙ্কিত, মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। রবিবার (২৯ মার্চ) সকালে করোনা ভাইরাসের সচেতনতার জন্য দুস্থদের মাঝে সাবান স্যাভলন, হ্যাণ্ড সেনিটাইজার নিয়ে হাজির বগুড়ার ধুনট উপজেলার উল্লাপাড়া যুব সমাজের সেচ্ছাসেবিরা। আশেপাশে পরিষ্কার রাখা, জীবাণু নাশক স্প্রে ব্যবহার করা, স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার করে খাবার খাওয়া ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এই সেচ্ছাসেবি সংগঠন । এসময় উপজেলার উল্লাপাড়া গ্রামে প্রতিটি রাস্তা ঘাট, মসজিদ, পেট্রোল পাম্প ও গ্রামের প্রায় প্রতিটি বাড়ির ভিতরে ও আশেপাশে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হয়।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দিলেন জেলা প্রশাসক
সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি প্রভাষক রাজিবুজ্জামান রাজিব জানান, “যারা বিদেশ ও ঢাকা ফেরত তাদের অবশ্যই হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। আর আমাদের স্বার্থের মধ্যেই চেষ্টা করেছি সবাইকে সহযোগিতা করতে।”
আরও পড়ুনঃ পুঠিয়া ঝলমলিয়া বাজারে দিনমুজুর মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এসময় উপস্থিত ছিলেন এস এম রাশেদ, আপেল মাহমুদ, নাজমুল হুদা, মিশন, মনিরুল, শাকিল, সজীব, ইলিয়াস,শাম্মু, শুভ, জুয়েল, আবু জাফরসহ প্রমূখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply