মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
লোহাগাড়া থেকে অমিত কর্মকারঃ— দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে আমাদের প্রয়োজন জনসচেতনতা। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কর্তৃক সব ধরনের জনসমাগম ও রাস্তায় যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। জরুরি কাজ ছাড়া বাসা থেকে বের না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সংকট মোকাবেলায় ঘরে থাকতে গিয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
আরও পড়ুনঃ মানিকগঞ্জ সাটুরিয়ায় চেম্বার অফ কমার্সের সভাপতি রাহাত মালেক শুভ্রর পিপিই বিতরণ
এই দূরসময়ে নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়ালেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। ৩০ মার্চ সোমবার দুপুর থেকে লোহাগাড়া সদর কাজীর পুকুর পাড় জোনাবীর পাড়ায় দিনমজুর ও কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী নিজ হাতে তুলে দেন। বিতরণ কালে সাথে ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা হামিম হোসেন রবিন, মুহাম্মদ আসলাম আহমেদ ও রিজভি ওয়াহিদ প্রমুখ।
আরও পড়ুনঃ কাজিপুরে ইউপি চেয়ারম্যান মুকুলের খাবার ও স্যানিটাইজার বিতরণ
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু বলেন, আপাতত ২’শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো দেয়া হবে । পাশাপাশি প্রতিটি পরিবারে খাবারের পরিমানও বাড়ানো হবে। করোনার পরিস্থিতিতে সামর্থ্যানুযায়ী এই কর্মসূচি চালিয়ে যাব।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply