মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ— প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে আজ আমাদের জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে ।এমতাবস্থায় আমাদের বাংলাদেশে এই করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশের মানুষের ঘরে থাকতে বলা হয়েছে । যার ফলে নিম্ন আয়ের মানুষের উপার্জনের পথ প্রায় বন্ধ হয়ে গেছে । এমন দুর্যোগ পরিস্থিতিতে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুলিয়া থানা ধামসোনা ইউনিয়নে করানো ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য দ্রব্যে ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন ।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতায় মেজর জেনারেল নজরুল ইসলাম
দেশের এমন দুর্যোগের মহুর্তে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় বসবাসরত খেটে খাওয়া কর্মহীন, দিনমুজুর, রিক্স চালক সহ অন্যান্য মানুষের মাঝে ব্যক্তিগত ভাবে নিজ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি চাউল, ডাউল, আলু, তৈল, লবণ, পেঁয়াজ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
আরও পড়ুনঃ মানিকগঞ্জ সাটুরিয়ায় চেম্বার অফ কমার্সের সভাপতি রাহাত মালেক শুভ্রর পিপিই বিতরণ
করোনা ভাইরাস(কোভিড-১৯) এর ফলে বেকারত্ব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সময়ে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান, মোঃ ওমর ফারুক (আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়), ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন-অর-রশিদ, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফি উদ্দিন, মোঃ আব্দুস সামাদ খোকন ৯নং ওয়ার্ডের সভাপতি, আনোয়ার বেপারী (সমাজ সেবক), মোঃ রবিউল ইসলাম (বিশিষ্ঠ ব্যবসায়ী), মোঃ আনিছুর রহমান(বিশিষ্ঠ ব্যবসায়ী), শ্রী মানিক মন্ডল (বিশিষ্ঠ ব্যবসায়ী), আব্দুর রহিম (বিশিষ্ঠ ব্যবসায়ী), মোঃ শামীম এজাজ (বিশিষ্ঠ ব্যবসায়ী), যুবলীগ নেতা ইউনুছ খান, স্বেচছাসেবক লীগ নেতা মোঃ আবুল হোসেন (বাবু) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদ্বয় উপস্থিত ছিলেন ।
আরও পড়ুনঃ কাজিপুরে ইউপি চেয়ারম্যান মুকুলের খাবার ও স্যানিটাইজার বিতরণ
ত্রাণ সামগ্রী বিতরণের সময় চেয়ারম্যান মহোদয় মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় আমাদের সকলকে সহযোগিতার মনোভাব নিয়া এগিয়ে আসতে হবে । বিশেষ করে সমাজে বিত্তবানদের অসহায় মানুষদের পাশে এসে তাদেরকে সহযোগিতার করার আহবান জানান ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply