মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুরের মনসুরনগর ইউনিয়নের চা বিক্রেতা, ছিন্নমূল, রিক্সা-ভ্যান চালক, নরসুন্দর ও ভিক্ষুকদের দুইশ ছিয়াত্তর পরিবার পেলেন মানবিক সহায়তা। মঙ্গলবার ও বুধবার নিজেদের অর্থায়নে মনসুরনগর ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এই সহায়তা প্রদান করেন। চলমান করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এক সপ্তাহ যাবৎ ক্ষুদ্র পেশার মানুষজন উপার্জনহীন অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন। ফলে তাদের পরিবারের খাদ্য সংকট দূর করতেই এই মানবিক সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মনসুরনগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। তিনি আরো জানান, আমরা বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা সামগ্রি তাদের হাতে তুলে দিয়েছি।
আরও পড়ুনঃ কাজিপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে করণীয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
এই কার্যক্রমে অংশ নেন আওয়ামী লীগের সহ সভাপতি গাজী সিদ্দিক হোসেন, সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম মাস্টার, যুবলীগ সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক এরশাদ আলী, কৃষক লীগের সভাপতি আজাহার আলী, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, শামীম প্রমূখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply