রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুরে চালিতাডাঙ্গা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এই ঘোষণা করেন ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
চেয়ারম্যান জানান, “পূর্বে ইউনিয়নের প্রত্যেকটি মসজিদে মাইকিং করা হয়েছিল যাতে করে লোকজন বাইরে না বের হন। রিক্সা, ভ্যান, ইজি বাইক না চালান। কিন্তু এতে কোন কাজ হয়নি। তাই এই ঘোষণা করা হয়েছে।” তিনি আরো জানান, ৩ জন এক জায়গায় থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, আর এই নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু বলেন, “ইউপি চেয়ারম্যানের এই নির্দেশের সাথে আমি একাত্ব হয়ে কাজ করবো। ঘোষণার দিন থেকেই আমি এই ইউপি চেয়ারম্যানকে সহযোগিতা করে আসছি, বিভিন্ন জায়গায় গিয়ে লোকজনকে অবহিত করছি।”
শুধু ফার্মেসী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান গুলো খোলা থাকবে। তবে সেখানে কেনাকাটার জন্য ভীড় করা যাবে না। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে হবে এমনটাই জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply