বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের হাব্বানিয়া বাজারে পাঁচশত হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লেয়াকত আলী। চেয়ারম্যান মোঃ লেয়াকত আলীর ব্যক্তিগত তহবিলও নিজস্ব তহবিল হতে এ গন্ডামারার ৭,৮,৯ নং ওয়াডে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি।
আরও পড়ুনঃ বাঁশখালী গন্ডামারায় জনসাধারণের সাহায্য এগিয়ে এলেন চেয়ারম্যান লেয়াকত আলী
রবিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় গন্ডামারার হাব্বানিয়া বাজার নাকক জায়গায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তাঁর সাথে ছিলেন, গন্ডামারা ৫ নং ওয়াডের মেম্বার কামাল উদ্দীন,৪নং ওয়াডের মেম্বার আনচার উদ্দীন, ৮নং ওয়াডের মেম্বার আলী হোসেন, মহিলা মেম্বার শেমুল জন্নাত,৮নং ওয়াড বিএনপি’র সভাপতি মোঃ ফরিদ, যুবদল নেতা মোঃ জকরিয়া উপজেলা ছাএদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু আহমদ, দক্ষিণ জেলা ছাএদলের সাবেক ছাএ নেতা মোঃ আলমগীর মাহফুজ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ভোজ্য তেল, ১ টি সাবান ইত্যাদি।
আরও পড়ুনঃ শিবপুর পৌর বিএনপি’র ২শত ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
খাদ্য সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান মোঃ লেয়াকত আলী বলেন, ‘সম্প্রতি মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস নামে এক প্রাণঘাতী ভাইরাস। এই ভাইরাস প্রতিরোধ মেনে চলতে গিয়ে কর্মহীন হয়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে অসহায় দরিদ্র পরিবার গুলো। যার পরিপ্রেক্ষিতে ওইসব অসহায় দরিদ্র পরিবার গুলোর দুঃখ দুদর্শা কিছুটা হলেও লাঘবের জন্য এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সবাইকে এই মহামারী রোগ থেকে বাঁচতে হবে। তিনি আরো বলেন, প্রায় পাঁচ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকী পরিবার গুলোকে ও খাদ্য সামগ্রী পাঠানো হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply