মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
সাতক্ষীরা থেকে ইকবাল কবীরঃ— সাতক্ষীরা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম এ জব্বার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।
আরও পড়ুনঃ সড়ক পরিবহন আইন প্রয়োগে ব্যতিক্রমী উদ্যোগ
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু এম এ জব্বারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার জানাজার নামাজ কখন এবং কোথায় হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। সাবেক এমপি এম এ জব্বার কয়েক বছর আগে স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকেই অসুস্থ ছিলেন তিনি। এম এ জব্বার মহাজোটের প্রার্থী হিসেবে সাতক্ষীরা সদর আসনে নির্বাচন করে জয়লাভ করেছিলেন।
আরও পড়ুনঃ ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো অনলাইন পত্রিকা “আমাদের ভোলা”
সাতক্ষীরায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ দলের সর্বস্তরের নেতাকর্মী এম এ জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply