মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভ্যান, রিক্সা, ইজিবাইক, সিএনজি, ভটভটি চালকদের ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
আরও পড়ুনঃ নড়াইলে কর্মহীন ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছে ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’
তিনি বলেন, “করোনা মোকাবেলায় আমার ইউনিয়নে সকল প্রকার যাত্রিবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এতে করে তারা বেকার হয়ে পড়েছে। তারা বর্তমানে ঘরে বসে থাকায় সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রি দিয়ে সহায়তা করা হচ্ছে। আমি স্বচ্ছ ভাবেই এই সহায়তা সামগ্রী গ্রাম পুলিশদের মাধ্যমে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেছি।”সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সাবান। এসময় উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, হায়দার আলী, সোলায়মান প্রমূখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply