বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
লোহাগাড়া থেকে অমিত কর্মকারঃ— চট্রগ্রাম লোহাগাড়ায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে নিত্যপ্রয়োজনী দোকান ছাড়া বাকি সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। সরকারী আদেশ অমান্য করায় লোহাগাড়ায় ৬দোকানদার ও ৪ ট্রাক চালকে ৬২হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় ১ পরিবারকে লকডাউন করল ইউএনও
ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ। জানা যায়, ৮ এপ্রিল সকালে সরকারী আদেশ না মেনে চায়ের দোকান, ফার্নিচারের দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৮৬সনের ২৬৯ ধারামতে উপজেলার পুরাতন থানাস্হ রিদুয়ান ফার্নিচারের স্বত্বাধিকারী সমশুল আলম(৪০)কে ১০হাজার টাকা সদর ইউনিয়নের টেন্ডল পাড়াস্হ ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী দয়ার পাড়া এলাকার মুহাম্মদ আবদুল হামিদ(২৪)কে ১০হাজার, পুরাতন থানাস্হ আল মদিনা ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী পুটিবিলা গৌড়স্হান এলাকার তাজ উদ্দিন(৩০)কে ৯হাজার টাকা, একই এলাকার গোলাম আলী পাড়ার খাইর আহমদ(৫৫)কে ৫হাজার টাকা, নয়ন স্টোরের স্বত্বাধিকারী পুরাতন মাস্টার পাড়া এলাকার মুহাম্মদ আবছার(২৭)কে ৮হাজার টাকা পুরাতন থানাস্হ সাম মহাজন পাড়ার হিরু কুলিং কর্ণারের স্বত্বাধিকারী মাসুক(২৫) কে ৮হাজার টাকা এবং ট্রাক গাড়ির ৪ড্রাইভারকে ১২হাজারসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ বলেন, করোনা ভাইরাস সচেতনতায় মানুষ যেন বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবেনা।সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরো বলেন, সরকারী নির্দেশনা অমান্য করায় ৬দোকানদার ও ৪ট্রাক চালককে মোট ৬২হাজার টাকা জরিমানা প্রদান করে । এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply