মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— বিশ্ব গ্রাস করে ফেলছে একটি ক্ষুদ্র অণুজীব। করোনাভাইরাস নামের এই মহামারিটি মাত্র কয়েক মাসের ব্যবধানেই ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দিনের পর দিন এ ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। লকডাউন হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইতোমধ্যে বাংলাদেশেও বিস্তার লাভ করেছে ভাইরাসটি। এর দ্রুত বিস্তার রোধে দেশটিও লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে কর্মহীন ও অসহায় হয়ে পরেছে দেশের খেটে-খাওয়া দিনমজুর, অসহায় ও দুস্থরা।
আরও পড়ুনঃ জামালপুরে ৭৪৪০ কেজি চালসহ আওয়ামীলীগ নেতা আটক!
দেশের এমন সংকটময় মুহুর্তে অসহায়দের মুখে হাঁসি ফোটাতে এগিয়ে এসেছে বিশ্বিবিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন “দহগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ”। শনিবার লালমনিরহাট জেলার দহগ্রাম ইউনিয়নের প্রায় ১২০ টি দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
জানা যায়, লালমনিরহাট জেলার অন্তর্গত দহগ্রাম ইউনিয়ন থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন “দহগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ”। করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে মাস্ক, লিফলেট বিতরণ ও মাইকিং সহ জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে নানা কাজ করে যাচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় আজ লালমনিরহাট জেলার দহগ্রাম ইউনিয়নে বসবাসরত দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্র সামগ্রী বিতরণ করেছে তারা।
আরও পড়ুনঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বটতলায় বন্ধুমহলের উদ্দ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
এসময় সংগঠনের সিনিয়র সদস্য রাসেল মাহমুদ, লিজু হাসান, সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম ও দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মমিনুর রহমান বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের এমন সংকটময় মুহুর্তে তিনি অসহায়দের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply