মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— বিশ্ব গ্রাস করে ফেলছে একটি ক্ষুদ্র অণুজীব। করোনাভাইরাস নামের এই মহামারিটি মাত্র কয়েক মাসের ব্যবধানেই ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দিনের পর দিন এ ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। লকডাউন হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইতোমধ্যে বাংলাদেশেও বিস্তার লাভ করেছে ভাইরাসটি। এর দ্রুত বিস্তার রোধে দেশটিও লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে সংসার কীভাবে চলবে তা নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষেরা।
দেশের এমন সংকটময় মুহুর্তে দুঃস্থ অসহায়দের পাশে দাড়িয়েছে “হালাল শপিং জোন” ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। রোববার সংগঠনটির ইবি শাখার স্বত্বাধিকারী আবু ইউসুফের নেতৃত্বে বগুড়া জেলার গুজিয়ার ইউনিয়নের প্রায় অর্ধশত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, বগুড়া জেলার গুজিয়ার ইউনিয়নের প্রায় অর্ধশত অসহায়, নিঃস্ব, বিধবা ও দিনমজুরদের দ্বারে দ্বারে ত্রাণ পৌছে দিয়েছেন “হালাল শপিং জোন” ইবি শাখার স্বত্বাধিকারী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী অাবু ইউসুফ। কয়েকজন বন্ধুবর্গের সহযোগিতায় রাতের অাধারে লবণ, তেল, আটা, সাবান, অালু ও ঔষধ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্র সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় তার সহযোগী হিসেবে ছিলেন মোগলটুলি গার্লস স্কুলের বিএসসি শিক্ষক মোহাম্মদ আলী, শাহে দেওয়ান ইবতেদায়ী মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আফতাব আলী, পওতা নয়াপাড়া এমএ মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইবি শিক্ষার্থী এবং ‘হালাল শপিং জোন’ এর স্বত্বাধিকারী আবু ইউসুফ বলেন, আমি সাধ্যনুযায়ী যতটুকু পেরেছি খাদ্য সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অামরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়াই, তাহলে এসব হতদরিদ্র মানুষদের না খেয়ে মৃত্যুর প্রহর গুনতে হবে না। দেশের এমন সংকটময় মুহুর্তে তিনি অসহায়দের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য, এর আগে জনগণের মাঝে করোনা সচেতনতায় বগুড়ার বিভিন্ন স্থানে জীবাণুনাষক ঔষধ স্প্রে করেন। এছাড়া প্রায় ৪ শতাধিক মাস্ক বিতরণ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply