বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
নীলফামারী (জলঢাকা) থেকে হারুন অর রশিদ রিয়াদঃ— নীলফামারীর জলঢাকা উপজেলায় ২১ বছরের এক শিক্ষার্থী কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত যুবক উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝাপাড়া গ্রামের বাসিন্দা। লোকমান নামের ওই যুবক নীলফামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সম্মান শ্রেনীর শিক্ষার্থী।
সোমবার তাকে নীলফামারী সদর জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর।
এলাকাবাসী সূত্রে, গত এক সপ্তাহ আগে ঐ শিক্ষার্থী ঢাকা থেকে এসে নিজ বাড়িতে জ্বর ও পাতলা পায়খানায় আক্রান্ত হয় তারপর হাসপাতালে ভর্তী হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৮ এপ্রিল জেলার ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ১১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায় স্বাস্থ্য বিভাগ। এরপর সুস্থ্য বোধ করায় ঐ দিনই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে সে নিজ বাড়িতে এসে অবস্থান করে। কিন্তু ১৪/০৪/২০২০ সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের করোনা ভাইরাস পরীক্ষাগার হতে রির্পোট আসলে ওই ছাত্রের করোনা পজেটিভ পাওয়া যায়।
নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিত কুমার বর্মন বলেন, সংক্রমন রোধে ঐ ছাত্রের গ্রামটি লকডাউন করেছে প্রশাসন। উল্লেখ্য, এ নিয়ে জেলায় মোট চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
গত ৭ এপ্রিল কিশোরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ঢাকা ফেরত এক চিকিৎসক, ৯ এপ্রিল সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের নারায়নগঞ্জ ফেরত এক যুবক ও ১১ এপ্রিল ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজীপুর ফেরত এক কিশোরের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply