বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
রাঙ্গুনিয়া থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— করোনার সংক্রমণ রোধে মঙ্গলবার থেকে জনগণকে ঘরে ফিরাতে ও বাজারের জনসমাগমসহ শারীরিক দূরত্ব রক্ষা করার জন্য সাপ্তাহিক হাটবাজার স্থানান্তর এবং সিএনজি ও অটোরিকশাসহ সকল যানবাহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদুর রহমান।
আরও পড়ুনঃ নীলফামারীতে ২১ বছরের শিক্ষার্থী করোনায় আক্রান্ত
সোমবার সকালে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সাথে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বক্তব্যে রাখেন, উপজেলা কর্মকর্তা ভূমি ফখরুল ইসলাম, সার্কেল অফিসার আবুল কালাম আজাদ, মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময়ে উপস্থিত ছিলেন, শান্তির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের মেম্বার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, গোছরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্য বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply