বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
পুঠিয়া থেকে আরিফুল হক রুবেলঃ— পুঠিয়া উপজেলার জিউপাড়ায় বগুড়াপাড়া গ্রামে আকস্মিক পরিদর্শনে আসেন মোঃ হামিদুল হক, জেলা প্রশাসক, রাজশাহী ।
সোমবার রাত আটটার পরে করোনা ভাইরাস সনাক্তকৃত গ্রামে উপস্থিত হয়ে লকডাউন করা ৪০ পরিবারের খোঁজ খবর নেন ও ঢাকা, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে পুঠিয়া উপজেলায় আসা ব্যক্তিবর্গের কোয়ারেন্টাইন পরিদর্শন করেন এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় জরুরী দিক নির্দেশনা প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সুমন চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী সহ ইউপি চেয়ারম্যান ও মেম্বার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান বলেন, সম্প্রতি সময়ে পুঠিয়া উপজেলায় প্রবেশকারীদের ডিসি স্যারের নির্দেশনা অনুযায়ী হোমকোয়ারেন্টে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। লকডাউন করা বাড়ী গুলোকে মেডিকেল টিম সার্বক্ষনিক নজর দাড়িতে রেখেছেন। এদের মধ্যে ঝুঁকিপূর্ণ ১০ জন ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যেও পাঠানো হয়েছে এবং লকডাউনকৃত এলাকায় সেনাবাহিনী, পুলিশ, গ্রামপুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে নজরদাড়িতে রাখা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply